ঘরোয়াভাবে ব্ল্যাক ও হোয়াইট হেডস তুলুন
ঘরোয়াভাবে ব্যাথাহীন ও সহজ ভাবে ব্ল্যাক ও হোয়াইট হেডস তুলুন একদম নিরাপদে। পার্লারে যাওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন নেই বাড়তি টাকা খরচের। ছেলে মেয়ে উভয়েই এই সমস্যায় আক্রান্ত হয় তাই উভয়ের জন্যই এটা উপকারী! উপকরণঃ ১টা ডিমের সাদা অংশ ১/২ লেবুর রস ১ চা চামচ মধু পদ্ধতিঃ * প্রথমে মুখে গরম পানির ভাপ নিন। * শুকনো টাওয়েল দিয়ে আলতো করে মুখ মুছে নিন। * ডিমের সাদা অংশ, লেবুর রস ও মধু একটি বাটিতে ভালো করে মিশিয়ে নিন। * আঙ্গুল দিয়ে পুরো মুখে ম্যাসাজ করে লাগিয়ে নিন ফেস প্যাকটি। * ১৫ মিনিট...
Posted Under : Health Tips
Viewed#: 468
See details.

